এনসিপির পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে, নানা গুঞ্জন
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে (মঙ্গলবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হয়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করতেই এনসিপি নেতারা কক্সবাজার গেছেন।
তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য গুঞ্জন বলে দাবি করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “এটি সম্পূর্ণ গুজব ও ভুল তথ্য। কোনো বৈঠক হয়নি, এটি মিডিয়ার প্রোপাগান্ডা।” তিনি দাবি করেন, বিশ্রামের জন্য হুট করেই তারা সাগরপারে ঘুরতে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার পৌঁছান এনসিপির পাঁচ নেতা। তারা হলেন—নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
ফ্লাইট থেকে নেমে তারা উখিয়ার ইনানী সৈকতের পাঁচতারা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (সাবেক রয়েল টিউলিপ)-তে অবস্থান নেন। তবে তাদের এই সফর সম্পর্কে প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে আগে থেকে জানানো হয়নি বলে স্থানীয় সূত্রে জানা যায়।
হোটেলটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. কামরুজ্জামান দুপুরে জানান, এনসিপি নেতারা হোটেলের কক্ষেই অবস্থান করছেন।
এদিকে পিটার হাসের উপস্থিতির গুঞ্জনের প্রেক্ষিতে স্থানীয় বিএনপি কর্মী ও সাধারণ মানুষ ওই হোটেলের সামনে বিক্ষোভ করেন। বিএনপি কর্মীরা অভিযোগ তোলেন, সেখানে ‘নির্বাচনবিরোধী ষড়যন্ত্র’ হচ্ছে। বিক্ষোভে বিএনপির জালিয়াপালং দক্ষিণ শাখার সভাপতি আবদুল করিম বলেন, “গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।” স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা সেলিম উদ্দিন সিরাজী, শফিউল আলমসহ অন্য নেতারা হোটেলে গোপন বৈঠকের অভিযোগ এনে প্রতিবাদ জানান।
পরবর্তীতে বিক্ষোভকারীরা উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে একটি মিছিলে যোগ দেন।
তবে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীন জানান, হোটেল সি পার্লে পিটার হাসের অবস্থান মেলেনি। হোটেলে কেবল তিনজন বিদেশি (চীনা নাগরিক) অবস্থান করছিলেন।
এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সাংবাদিকদের বলেন, “পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক। তার সঙ্গে দূতাবাসের কোনো যোগাযোগ নেই। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কি না, সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
চ্যানেল টোয়েন্টিফোর জানায়, পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।
উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত, যারা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির সঙ্গে যুক্ত।


No comments