Header Ads

৭ দিন সময় চেয়েছিলেন ফজলুর রহমান, বাড়াল মাত্র ২৪ ঘণ্টা

                     

৭ দিন সময় চেয়েছিলেন ফজলুর রহমান,  বাড়াল মাত্র ২৪ ঘণ্টা



বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় দপ্তর সূত্র জানিয়েছে, ফজলুর রহমান জবাব দেওয়ার জন্য সাত দিনের সময় চেয়েছিলেন। তবে দল সেই সময় না দিয়ে শুধু একদিন বাড়িয়েছে।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে ‘অশোভন ও বিভ্রান্তিকর’ মন্তব্য করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

পরে সোমবার (২৫ আগস্ট) এক ব্রিফিংয়ে ফজলুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তিনি জবাব দেবেন এবং দল তার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেটিই মেনে নেবেন।

অন্যদিকে, ফজলুর রহমানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় কনকর্ড ভবনের সামনে কিছু লোক বিক্ষোভ করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তার বাসার সামনে ‘ভীতি প্রদর্শনের চেষ্টা’ নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

No comments

Powered by Blogger.