মিডিয়া যা বলছে, সেটাই সত্যি ধরে নেওয়া বোকামি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “মিডিয়া কিছু বললেই সেটা সত্যি ধরে নেওয়া বোকামি।
সোমবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, “মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি। মিডিয়া অনেক সময় সত্যের চেয়ে ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা নির্দিষ্ট অ্যাজেন্ডার স্বার্থে কাজ করে।”
তিনি আরও লিখেন, “আমরা চাই, আগামীর বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রকৃত অর্থে মিডিয়ার ভূমিকা পালন করুক।”
অন্যদিকে, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি তাদের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে।
দলটির একাধিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। সিদ্ধান্তটি ১৮ আগস্ট থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এদিকে, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদের নেতৃত্বে গঠিত ‘DUFirst’ প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নেন মাহিন সরকার। তবে এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব। তাকে নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দেওয়া হলেও তিনি সে নির্দেশ মানেননি।
এক সূত্র জানায়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এনসিপির আনুষ্ঠানিক ছাত্র সংগঠন না হলেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। এনসিপির কর্মসূচিতে তারা অংশ নেয় এবং ডাকসু নির্বাচনে প্রার্থী বাছাইয়েও তাদের মতামত নেওয়া হয়েছে। এমন অবস্থায় অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হওয়ায় বাগছাসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।
এনসিপির এক কেন্দ্রীয় সদস্য বলেন, “দল তাকে নিষেধ করলেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দলের সিদ্ধান্ত পুরোপুরি অমান্য করেছেন। এজন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।


No comments