এনসিপি বার্তা দিল ৬৪ জেলার নেতাকর্মীদের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছে জুলাই পদযাত্রার তথ্য ও ছবি পাঠানোর অনুরোধ জানিয়েছে।
রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই পদযাত্রা নিয়ে শিগগিরই একটি প্রকাশনা প্রকাশ করবে এনসিপির প্রচার ও প্রকাশনা সেল। এতে প্রতিটি জেলার পদযাত্রার ছবি, অভিজ্ঞতা, স্থানীয় নাগরিকদের প্রত্যাশা ও অভিব্যক্তি, সংশ্লিষ্ট জেলার নাগরিক সমস্যা এবং জেলা ভিত্তিক এনসিপির অঙ্গীকার তুলে ধরা হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য একটি গুগল ডকস দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেককে তাদের জেলার তথ্য যুক্ত করার অনুরোধ করা হচ্ছে।


No comments