Header Ads

১২ দলীয় জোটে নতুন দল যুক্ত হচ্ছে

                                 

১২ দলীয় জোটে নতুন দল যুক্ত হচ্ছে





১২ দলীয় জোটে নতুন সদস্য হিসেবে যুক্ত হচ্ছে ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)। গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোট থেকে বাদ পড়ার পর একটি আসন খালি ছিল। আজ বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ইউএলপির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাদের জোটে যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে ২১ জুলাই জাগপাকে ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে বাংলাদেশ লেবার পার্টির দুই অংশের একটি—লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন অংশ থেকে মহাসচিব মো. আমিনুল ইসলাম সরে এসে নতুন দল হিসেবে ইউনাইটেড লেবার পার্টি গঠন করেন। ইউএলপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এম কামরুজ্জামান খান।

দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম।

No comments

Powered by Blogger.