প্রাথমিক শিক্ষকদের তিন দাবি আদায়ে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি
প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ তাদের তিন দফা দাবির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে। সমাবেশ থেকে জানানো হয়, সরকার দ্রুত দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনে নামা হবে।
শনিবারের এ কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের দাবি যদি এই সমাবেশ থেকে পূরণ না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার নিশ্চিত করব।”
আন্দোলনরত শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। সরকার একাধিকবার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। ইতোমধ্যে প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়ন করা হলেও সহকারী শিক্ষকদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জোটের নেতারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির প্রতিবেদন সংশোধন করে সহকারী শিক্ষকদের প্রবেশ পর্যায়ের বেতন জাতীয় বেতন স্কেলের ১১তম ধাপে নির্ধারণ করতে হবে। পাশাপাশি ১০ বছর ও ১৬ বছর চাকরি পূর্তির পর উচ্চতর গ্রেড দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে।
তাদের তিন দফা দাবিগুলো হলো—
১. সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড নির্ধারণ,
২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ,
৩. ১০ ও ১৬ বছরের চাকরির পর উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।
প্রসঙ্গত, শিক্ষকরা বহুদিন ধরেই ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর কনসালটেশন কমিটি তাদের জন্য ১২তম গ্রেডের সুপারিশ করে এবং প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের উদ্যোগ নেয়। তবে সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন এবং দ্রুত ১১তম গ্রেড কার্যকর করার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেন।
.jpg)

No comments