তন্বীর সম্মানে পদ ফাঁকা রেখেছে প্যানেলগুলো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে ফরম জমা দিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে অধিকাংশ প্যানেল এই পদে কোনো প্রার্থী ঘোষণা করেননি। এর মধ্যে রয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এবং তিন বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১’।
গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। এবার তিনি ডাকসু নির্বাচনে (কেন্দ্রীয় সংসদ) গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
বুধবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা ‘গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক’ পদটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে শূন্য রেখেছি।”
এর আগে মঙ্গলবার রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরও ফেসবুকে পোস্টে জানিয়েছেন, পদটি শূন্য রাখা হবে। তিনি লেখেন, “তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ‘গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক’ পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”
সানজিদা আহমেদ তন্বী বুধবার দুপুরে তার সমর্থক ও সহপাঠীদের সঙ্গে ফরম জমা দেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন কামনা করেন এবং জয়ে আশাবাদ প্রকাশ করেন।


No comments