Header Ads

নাহিদের সন্দেহ নির্বাচন নিয়ে ফেব্রুয়ারিতে

   
                     

নাহিদের সন্দেহ নির্বাচন নিয়ে ফেব্রুয়ারিতে


 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে মনে করি না। ৭২-এর সংবিধান সংশোধন না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ-বিপক্ষ করিনি। এমনকি ডিসেম্বরেও যদি সংস্কার করে নির্বাচন দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি থাকবে না।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পেছানো বা আসন ভাগাভাগি নিয়ে নানা গুঞ্জন আছে, তবে বিএনপির সঙ্গে আমাদের কোনো ধরনের সমঝোতা হয়নি। আমাদের মূল লক্ষ্য হলো ৭২-এর সংবিধান সংস্কার। তার পরেই নির্বাচন প্রসঙ্গে ভাবা যেতে পারে।”

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী হিসেবে নাহিদ ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের কাছে আমরা বলতে চাই, পরিবর্তন আমরা এনেছি। জুলাইয়ের মাধ্যমেই সেই পরিবর্তন এসেছে। তাই সংস্কারই এখন আমাদের প্রধান এজেন্ডা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম মালয়েশিয়ায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া কাজাং শিল্প এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

No comments

Powered by Blogger.