আজ শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ রোববার প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একইসঙ্গে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর অংশ হিসেবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করবেন, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে ধরা হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি পেলে বিচারকার্য বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
জুলাই আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট এই মামলাটি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আদালত চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে।
মোট ৮১ জন সাক্ষীর মধ্যে ২৫ থেকে ৩০ জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানা গেছে।
মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যেগুলো হলো—
১. মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়া,
২. উস্কানি ও প্ররোচনার মাধ্যমে সহিংসতা ঘটানো,
৩. সাংবাদিক আবু সাঈদ হত্যাকাণ্ড,
৪. চাঁনখারপুলে ছয়জনকে হত্যা এবং
৫. আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনা।
এই অভিযোগগুলোর ভিত্তিতে আজ থেকে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


No comments