Header Ads

হজরত উমরের পর মুসলিম বিশ্বের সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান

                                                        

হজরত উমরের পর মুসলিম বিশ্বের সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান


                                                
 বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বে হজরত উমরের পর এমন একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসেছে, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বরকত উল্লাহ বুলু এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন তার গলায় একটি ছোট কবজ থাকত। এটি কোনো সাধারণ কবজ নয়, এটি একটি ছোট্ট কোরআন শরীফ, যা তিনি রুপার চেইনে ব্যবহার করতেন। যে ব্যক্তি কোরআন শরীফ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তার চাইতে খাঁটি দেশপ্রেমিক ও সৎ মুসলিম আরও কেউ হতে পারে না।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার রাখে না। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলা ও বিভিন্ন সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সেনাবাহিনী হলো মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, তারা দেশের বন্ধু নয়, বরং অন্য দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, তারা স্বাধীনতার শত্রু।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, নির্বাচন কমিশন, সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে, তবে দেশ সমৃদ্ধশালী হবে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.