Header Ads

সরকারের কাছ থেকে তীব্র ধাক্কা খেয়েছি

                                    

সরকারের কাছ থেকে তীব্র ধাক্কা খেয়েছি




গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন তিনি। তার ভাষায় এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা আর চলবে না।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা স্যোশাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।

নুর বলেন, “যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে, সেই সিস্টেম প্রতিহত করতে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো দেশ চালিয়েছে, এখনো যদি কেউ সেইভাবে দেশ চালাতে চায়, তা আর হবে না।”

তিনি আরও বলেন, “আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, আশপাশে এত মানুষ ছিল, কিন্তু কেউ এগিয়ে এল না! আবার এসব ঘটনাকে পুঁজি করে সুযোগ নেওয়াটাও ঠিক নয়।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে কেন? দেশে কি লোকের অভাব হয়ে গেছে?”

জুলাইয়ের ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। কিছু দলের ন্যারেটিভ তৈরি করতে অনেক গতানুগতিক বিষয় রাখা হয়েছে। অথচ গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ছিল ১৬ বছরের অত্যাচার, গুম ও খুন।

No comments

Powered by Blogger.