নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, কড়া জবাব দিলেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় এনসিপির নেতা সারোয়ার তুষারের নাম লেখা হয়েছে। শনিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালে ভর্তি ফরমের ছবি শেয়ার করে এ দাবি করেন।
নীলার পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সারোয়ার তুষার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘নীলা ইসরাফিল মাথায় আঘাত নিয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইকে ডাকছিলাম। পুলিশের উপস্থিতিতে লেনিন ভাইসহ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।’
তিনি আরও জানান, ‘অভিযোগ অনুযায়ী ভর্তি ফরমে কী লেখা হয়েছিল তা তখন খেয়াল করিনি। এখন দেখছি, ফরমটি সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভর্তি ফরমের নিয়ম অনুযায়ী নারীদের ক্ষেত্রে স্বামী বা পিতার নাম অথবা যিনি হাসপাতালে নিয়ে যান তার নাম লিখতে হয়। এখানে স্পষ্টভাবে ফরমে care of (C/O) লেখা ছিল, যা লাল দাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ভুল বোঝানো হচ্ছে যে, আমি স্বামী হিসেবে নিজের নাম লিখেছি।


No comments