যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে অসম্মান করেন, তিনি বেয়াদব
সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান করেন না, তিনি আসলে বেয়াদব উপদেষ্টা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, “রাষ্ট্রপতির চেয়ারে কে বসে আছেন, সেটা মুখ্য নয়। মুখ্য হলো চেয়ারটি। যদি সেই চেয়ারকে আপনি সম্মান না করেন, তাহলে আপনার চেয়ারকেও কেউ সম্মান করবে না। যে ব্যক্তি বেয়াদব, তাকে আমি কেন সম্মান দেব? আপনি তো রাষ্ট্রপতিকে মানছেন না। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব উপদেষ্টা। তাকে আমি মানব না, তাকে সম্মানও দেব না। আপনি যা করবেন, তাই পাবেন। আর সেই সময় কিন্তু সামনে চলে আসছে। সামনে কী হয়, সেটাই দেখবেন।”
তিনি বলেন, “আপনি রাষ্ট্রপতিকে কীভাবে পদত্যাগ করাবেন? একটা নিয়ম তো লাগবে। সংবিধানে রাষ্ট্রপতিকে অপসারণের উপায় হলো অভিশংসন (ইমপিচমেন্ট), যা সংসদেই করতে হয়। আপনার সংসদ তো নেই। তাহলে তাকে কীভাবে সরাবেন? কেবল তিনি নিজে পদত্যাগ করলে সরানো সম্ভব। তিনি যদি পদত্যাগ না করেন, তবে কার কী ইচ্ছা বা খায়েশ আছে—সেগুলো মূল্যহীন।”
রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা আমাদের সংবিধান মানে না। জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে, এটি সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত একটি সরকার। তাহলে আলোচনা সংবিধানের ভিত্তিতেই হতে হবে। আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উল্লেখ নেই। আচ্ছা ধরে নিলাম, এটিকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হলো, মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় উপদেষ্টারা ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতিই দেশ চালান—তথ্যগতভাবে। উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তারা মন্ত্রী নন, কেবল উপদেষ্টা। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকেই রাষ্ট্রপতিকে মানেন না। রাষ্ট্রপতিকে সম্মান দেওয়ার জায়গায় একটি অস্বীকার প্রবণতা তৈরি হয়েছে।


No comments