Header Ads

নতুন টাকার নোট বাজারে এসেছে

 
                                 

নতুন টাকার নোট বাজারে এসেছে



বাজারে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট ছাড়া হয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ ও অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। নোটের মূল রং নীল।

মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ৫০০ কোটি টাকার নতুন নোট ছাপানো হবে। মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কোনো নির্দিষ্ট ব্যাংকের শাখায় নয়, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ জানিয়েছে, তাদের স্বল্প পরিমাণে নতুন ১০০ টাকার নোট দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.