Header Ads

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেশি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন

            

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বেশি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন

 
 গত তিন বছরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। তবে দেশের বাজারে এখনো তুলনামূলক বেশি দামে এই তেল বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, টাকার অবমূল্যায়ন এবং সময়মতো ব্যাংক সুবিধা না পাওয়ার কারণে বিশ্ববাজারে দাম কমলেও দেশের ভোক্তারা তার সুফল পাচ্ছেন না।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, এ ধরনের যুক্তি ব্যবসায়ীদের অজুহাত ছাড়া কিছু নয়। তাদের হিসাবে সম্প্রতি লিটারপ্রতি ১৪ টাকা দাম বাড়ানোর পর ব্যবসায়ীরা এখনো অন্তত ১২ টাকা বাড়তি মুনাফা করছে। দেশে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টন ভোজ্যতেলের প্রয়োজন হয়, যা মাসে প্রায় দেড় লাখ টনে দাঁড়ায়।

বিশ্বব্যাংকের নিয়মিত মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে সয়াবিন তেল, পাম অয়েল এবং সয়াবিন বীজের দাম ধারাবাহিকভাবে কমছে। ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের গড় দাম ছিল ১,৬৬৭ ডলার, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ১,১১৯ ডলারে এবং ২০২৪ সালে আরও নেমে আসে ১,০২২ ডলারে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গড় দাম ছিল প্রায় ১,০৪০ ডলার, এপ্রিল থেকে আবারও কমতে শুরু করেছে।

একই প্রবণতা দেখা যাচ্ছে পাম অয়েলের ক্ষেত্রেও। ২০২২ সালে প্রতি টনের গড় দাম ছিল ১,২৭৬ ডলার, ২০২৩ সালে কমে ৮৮৬ ডলারে এবং ২০২৪ সালে দাঁড়ায় ৯৬৩ ডলারে। চলতি বছরের প্রথম তিন মাসে পাম অয়েলের গড় দাম ছিল ১,০৬৮ ডলার, এপ্রিল থেকে আবারও কমছে।

সয়াবিন বীজের দাম সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। ২০২২ সালে টনপ্রতি দাম ছিল ৬৭৫ ডলার, যা ২০২৩ সালে কমে হয় ৫৯৮ ডলার এবং ২০২৪ সালে দাঁড়ায় ৪৬২ ডলারে। এ বছরের প্রথম তিন মাসে গড় দাম আরও কমে দাঁড়ায় ৪০৮ ডলারে। উল্লেখ্য, সয়াবিন বীজ থেকে প্রায় ৪০ শতাংশ ভোজ্যতেল পাওয়া যায়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের শুল্কায়ন মূল্য ছিল কেজিপ্রতি গড়ে ১৩৬ টাকা। পরিবহন ও পরিশোধন খরচ সর্বোচ্চ ১৫ শতাংশ বা ২০ টাকা ধরা হলে খরচ দাঁড়ায় ১৫৬ টাকা। এর সঙ্গে শুল্ক, কর ও ভ্যাট হিসেবে আরও ২১ টাকা যোগ হলে লিটারপ্রতি মোট খরচ হয় ১৭৭ টাকা। কিন্তু ব্যবসায়ীদের দাবির পর সরকার দাম বাড়িয়ে নির্ধারণ করেছে ১৮৯ টাকা লিটার। অর্থাৎ প্রতিলিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা এখনো অন্তত ১২ টাকা মুনাফা করছে।

No comments

Powered by Blogger.