Header Ads

নির্বাচন ফেব্রুয়ারিতেই, ঠেকানোর ক্ষমতা কারও নেই

    
                                          

নির্বাচন ফেব্রুয়ারিতেই, ঠেকানোর ক্ষমতা কারও নেই



 প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। ইতিমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত সব দপ্তর কাজ শুরু করেছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং সবার সহযোগিতায় তা সম্ভব হবে বলে আশা করছি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের পারন্দুয়ালীতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে বর্ষা থাকে। বর্ষা শেষে পাড়া-মহল্লায় নির্বাচনের আমেজ নেমে আসবে। প্রার্থীরা ভোটের জন্য ঘরে ঘরে যাবেন, পাড়ায় পাড়ায় ভোটের অফিস হবে। ভোটের আবহ ছড়িয়ে পড়বে সারাদেশে। তখন যাদের মনে সন্দেহ আছে, তা কেটে যাবে।

প্রেসসচিব বলেন, যারা জীবন দিয়ে স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মর্যাদা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে সুখী ও সমৃদ্ধ করতে হবে। জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ ও যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। আমি তার কবরে গিয়েছি। একই এলাকার ছোট ব্যবসায়ী আল আমিনকে ঢাকায় গুলি করে হত্যা করা হয়েছে। ছুটি পেয়ে তাদের কবরে ফুল দিতে গিয়েছিলাম। মাগুরার বাকি ৮ জন শহীদের কবরেও আমি পর্যায়ক্রমে যাব।

তিনি আরও বলেন, এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মত্যাগের ফলেই আমরা নতুন একটি দেশ পেয়েছি। আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারি, রাজনৈতিক সমঝোতা করছি। সামনে সুন্দর একটি নির্বাচন হবে। এসব শহীদের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

No comments

Powered by Blogger.