Header Ads

বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং ফি দ্বিগুণ করল ভারত

                             
                                                                               

বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং ফি দ্বিগুণ করল ভারত




 গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য কার্যত ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত। যদিও জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং তৃতীয় দেশে যাত্রার প্রয়োজনীয়তার ক্ষেত্রে সীমিতভাবে কিছু ভিসা দেওয়া হচ্ছে, তবে এর সংখ্যা খুবই কম।

এ অবস্থায় ভারত সরকার ভিসা প্রক্রিয়াকরণ খরচ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিসা আবেদনকারীদের সার্ভিস চার্জ ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এই নতুন ফি ১০ আগস্ট থেকে কার্যকর হবে।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভিসা ফি ‘গ্র্যাটিস’, অর্থাৎ সরকারিভাবে কোনো টাকা নেওয়া হয় না। তবে আইভিএসি একটি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ব্যয়ে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে থাকে। সেবার খরচ বেড়ে যাওয়ায় তারা ভারসাম্য রক্ষার জন্য সার্ভিস চার্জ বাড়িয়েছে। ২০১৮ সালের পর এবারই প্রথম এই চার্জ বৃদ্ধি করা হলো।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলোতে শুধুমাত্র জরুরি চিকিৎসা, শিক্ষার্থী ও কর্মীদের (যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাবেন) জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। তবে এসব ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক।

No comments

Powered by Blogger.