Header Ads

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে

                     

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে




 মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার পর সদাইপাতি এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেল দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু পর রুবেল তার দোকানে কাজ করছিলেন। তখন একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। রুবেলের চিৎকারে পাশের দোকানদার ও সিএনজিচালকরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক সিএনজিচালক জানান, ‘আমরা রুবেল ভাইয়ের দোকানের পাশে মাতৃছায়া ইলেকট্রনিকসের সামনে বসে ছিলাম। হঠাৎ তাকে ‘বাঁচাও’ বলতে শুনে দৌড়ে যাই। তখন তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর দ্রুত সিএনজি করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’

হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শহরের পরিচিত হার্ডওয়্যার প্রতিষ্ঠান ‘সদাইপাতি’র মালিক ছিলেন এবং ব্যবসায়িকভাবে সুনাম ছিল।

রুবেলের শ্যালক ইমন তরফদার জানান, ‘দুলাভাই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। কারো সঙ্গে পূর্বশত্রুতা থাকতেই পারে। ধারণা করছি, সেই শত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর থেকে আমরা তদন্ত শুরু করেছি। রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তে কাজ চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে তৎপর রয়েছে।

No comments

Powered by Blogger.