Header Ads

ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে

                                       

ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে



গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি তখন মাস্ক পরা ছিলেন। নিউরোলজি বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে ফেরানো হয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, ডাক্তারদের পরামর্শে ডা. দীপু মনিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। চিকিৎসা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১৯ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঘটনায় ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.