ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা নিয়ে আপত্তি শুনানিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গুণ্ডাপান্ডা নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় রুমিন ফারহানা বলেন, জনসংখ্যা বিবেচনায় কমিশনের খসড়া সিদ্ধান্ত সঠিক। তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী তার কর্মীদের নিয়ে ইসিতে প্রবেশ করে সহিংসতা সৃষ্টি করেছেন, যা লজ্জাজনক।
এনসিপি কর্মীদের সঙ্গে হাতাহাতির প্রসঙ্গে তিনি দাবি করেন, প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে তার কর্মীরা জবাব দেন। অন্যদিকে এনসিপি অভিযোগ করেছে, তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। তারা হলেন দলটির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।
এর আগে সকালে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি চলাকালে দুই পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি কক্ষ ত্যাগের নির্দেশ দেন। রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন, আর স্থানীয় কয়েকজন এর বিপক্ষে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।


No comments