তারেক রহমান অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন
ফেনী সদর উপজেলার এক অসহায় বিধবা পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ সিদ্দিকী এ সহায়তা পৌঁছে দেন।
স্থানীয়রা জানান, ফরহাদ নগর ইউনিয়নের খাইয়ারা গ্রামের সুজাউল হকের ছেলে আজিজুল হক সুমন সম্প্রতি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বড় মেয়ে ইসরাত জাহান উর্মি ক্লাস থ্রিতে, মেজ মেয়ে নুসরাত জাহান তানহা ক্লাস ওয়ানে পড়ছেন। একমাত্র ছেলে মোহাম্মদ মেহরাজ দুই বছর বয়সী।
ফলে পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা করার যোগ্য কোনো কর্মক্ষম পুরুষ ব্যক্তি নেই। এর ফলে পরিবারটি কঠিন আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে এবং তাদের জীবন নিঃসঙ্গ ও দুঃসহ অবস্থার মুখোমুখি।
বিধবা খাতিজা আক্তার কালবেলাকে জানান, “আমি অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছি। তিনটি সন্তান নিয়ে বড় বিপদের মধ্যে রয়েছি। স্থানীয়দের সহযোগিতায় কেবল জীবন যাপন করছি। আমার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই, আর আমি নিজেও নানা রোগে ভুগছি।”
ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আমরা এ পরিবারের পাশে দাঁড়িয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে থাকব। আমি বিভিন্ন স্তরের নেতাদের জানাবো যাতে পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করা যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন সাহায্য পৌঁছানোর জন্যও অনুরোধ করব।


No comments