Header Ads

সরকার যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে জাহাজ কিনছে

                                                         

সরকার যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে জাহাজ কিনছে

     

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজ দুটি চীনে নির্মিত হচ্ছে, তবে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এ জন্য ব্যয় হবে ৯৩৬ কোটি টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাহাজ কেনার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৭৬.৬৯ মিলিয়ন মার্কিন ডলার (৭ কোটি ৬৬ লাখ ডলার)।

২০২৫ সালের জুনে জাহাজ কেনার প্রকল্প হাতে নেয় নৌপরিবহন মন্ত্রণালয়, যা ২০২৭ সালের জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রাক্কলিত খরচ ধরা হয়েছিল প্রায় ১,১৬৩ কোটি টাকা। এরই মধ্যে গত ৪ জুন আন্তর্জাতিক এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমার শেষ তারিখ ছিল ১৬ জুলাই। মোট আটটি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং তিনটি প্রতিষ্ঠান সময়মতো প্রস্তাব জমা দেয়।

কারিগরি মূল্যায়নের অংশ হিসেবে প্রস্তাবিত জাহাজগুলোর বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয় এবং মূল্যায়ন কমিটি সরেজমিনে তাদের নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে।

পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর আগামী সেপ্টেম্বরে প্রথম জাহাজ এবং নভেম্বরে দ্বিতীয় জাহাজ বিএসসিকে হস্তান্তর করা হবে। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যযুক্ত এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে, যা দেশের সমুদ্রবাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments

Powered by Blogger.