Header Ads

২০ জেলায় বন্যার শঙ্কা ৭২ ঘণ্টার মধ্যে

                                   

২০ জেলায় বন্যার শঙ্কা  ৭২ ঘণ্টার মধ্যে




আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ২০টি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তাঁর মতে, এই বন্যা ভারতের ‘পানি সন্ত্রাসের’ ফলেও হতে পারে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় ৫-১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫-২০টি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হতে পারে।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী ভারত ভরা বর্ষায় পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা ও এর শাখা–উপশাখা নদীতে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছিল জুলাইয়ের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত (সম্ভবত ১২ আগস্ট পর্যন্ত)। তিনি বলেন, ১২ ও ১৩ আগস্ট ভারি থেকে অতি ভারি বৃষ্টির ফলে ইতিমধ্যেই ফুলে ওঠা গঙ্গা নদীর পানি ধারণক্ষমতার বাইরে চলে যায়।

পলাশ জানান, তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ১৫ আগস্টের মধ্যে ভারত বাধ্য হয়ে ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেবে, কারণ ওই সময় গঙ্গা নদীর তীরবর্তী ভারতের কিছু এলাকায় বন্যা শুরু হয়। তাঁর অনুমান অনুযায়ী, ১৩ আগস্ট থেকেই ফারাক্কা বাঁধের সব গেট খোলার খবর পাওয়া গেছে, যা রাজশাহীর স্থানীয়রা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের উজানে জমে থাকা বিপুল পানি কমানোর জন্য সব গেট অন্তত ১–২ সপ্তাহ খোলা রাখতে হতে পারে। এতে পদ্মা নদী ও এর শাখা–উপনদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যার ঝুঁকি বাড়বে। খুলনা ও বরিশাল বিভাগে এ বছর বর্ষা মৌসুমে ঐতিহাসিক গড়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে, ফলে স্থানীয় নদ-নদীর পানি ইতিমধ্যেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

পলাশের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, আগামী রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫–২০টি জেলা বন্যায় প্লাবিত হতে পারে।

No comments

Powered by Blogger.