তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২.১৬ মিটার, যা বিপৎসীমা ৫২.১৫ মিটারের থেকে ১ সেন্টিমিটার বেশি। এর আগে সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৫২.১৩ মিটার।
জানা গেছে, সকাল ৯টা থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বেড়ে দুপুর ১২টায় বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এর ফলে তিস্তার চরাঞ্চল এবং নদীর নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে ডুবে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষ বন্যা ও নদীভাঙনের ভয় পেয়েছেন।
পানির বৃদ্ধি হওয়ার কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন ও মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ শুরু হয়েছে।
তিস্তা ডালিয়া পয়েন্টের পানির লেভেল পরিমাপক নুরুল ইসলাম বলেন, উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণের জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। তিস্তার নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


No comments