Header Ads

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি

                                            

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি



নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার শুক্রবার (২৯ আগস্ট) মন্তব্য করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে।

আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায়ভার নির্বাচন কর্মকর্তাদেরও নিতে হবে। জীবন ঝুঁকিপূর্ণ হলেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ। তার মতে, এই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের বাধা অতিক্রম করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

No comments

Powered by Blogger.