Header Ads

মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না

                                

                                

মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের। সেই সংবিধান আরেকটি দেশ থেকে পাস হয়ে এসেছে। আমরা এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে রাখতে দিতে পারি না।”

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা মুজিববাদী সংবিধানকে ভেঙে-চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধানের দাবি জানাতে এসেছি।

হতাশা প্রকাশ করে সারজিস আলম বলেন, “পাকিস্তানের শাসনে ২৩ বছর থেকেও অধিকার পাইনি। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরেও অধিকার পাইনি। এক বছর আগে আমরা এই শহীদ মিনারেই ছিলাম, সেদিন হাসিনার পতনের ডাক এসেছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও অধিকার আসেনি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।”

তিনি আরও বলেন, “এক বছর আগে যারা এই শহীদ মিনারে উপস্থিত ছিলেন, তাদের অনেকেই আজ শহীদ হয়েছেন। শহীদদের পরিবার এখন এখানে। আমরা এসেছি শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে। সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাতে।”

সারজিস আলম বলেন, “আমাদের লড়াই কেবল ২০২৪ সালের নির্বাচন নিয়ে নয়। যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে—আমরা তাদের বিচার চাই।”

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেওয়া হবে না, তেমনি জঙ্গি নাটকও বরদাশত করা হবে না। সিভিল সোসাইটি নামধারী দালালদেরও আর মেনে নেওয়া হবে না।

No comments

Powered by Blogger.