Header Ads

ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা

                                       

ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা


                    

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মধ্য দিয়ে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের বরাবর পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই চিঠি প্রেরণ করা হয়েছে।

ভাষণের উদ্ধৃতি দিয়ে চিঠিতে বলা হয়, নাগরিকরা বিগত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাই আগামী নির্বাচন যেন একটি আনন্দঘন, উৎসবমুখর দিন হিসেবে স্মরণীয় হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন প্রধান উপদেষ্টা। তিনি অবিলম্বে নির্বাচনী প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর ওপর জোর দিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে একটি অবিস্মরণীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন—যেখানে থাকবে শান্তি, শৃঙ্খলা, ব্যাপক ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতা। একই সঙ্গে নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

চিঠির শেষ অংশে, প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।

No comments

Powered by Blogger.