Header Ads

১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে

                               

১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে



আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠপর্যায়ে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্তকরণের জন্য বিধান অনুযায়ী কমপক্ষে ২৫ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ, এবং এসব দাবি-আপত্তি ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।

ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার আলোকে ইসি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করবে। এরপর দাবি-আপত্তি গ্রহণ ও তা নিষ্পত্তি করে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ দিন ১২ অক্টোবর, এবং সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

No comments

Powered by Blogger.