জুলাই বিক্রি এবং এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে
জুলাই সনদের দাবিতে শাহবাগে আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’ নেতা মাসুদ রানা সৌরভ বলেছেন, এনসিপির অপরাজনীতি এবং জুলাই বিক্রি বন্ধ করতে হবে।
শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাসুদ রানা সৌরভ বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে আন্দোলন করিনি। বরং আমাদের আন্দোলনের মাধ্যমেই ‘জুলাই’ এসেছে, আর সেই ‘জুলাই’ থেকেই এনসিপির জন্ম। এখন আমরা ৩ আগস্ট তাদের প্রোগ্রামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলেই তারা আমাদের শাহবাগ থেকে ‘ভুয়া’ বলে তাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের সবাইকে সরকার থেকে দেওয়া ‘জুলাই যোদ্ধা কার্ড’ আছে। তারপরও তারা আমাদের ভুয়া বলে অপমান করেছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে। এনসিপি পুরো জুলাই আন্দোলনের কৃতিত্ব একাই নিতে চাইছে, অথচ এই আন্দোলন ছিল সাধারণ মানুষের।”
সংবাদ সম্মেলনে মাসুদ রানা সৌরভ সাফ জানিয়ে দেন, “এনসিপিকে আমরা স্পষ্ট করে দিতে চাই—জুলাই নিয়ে কোনো রাজনীতি চলবে না। এই অপরাজনীতি এবং জুলাই বিক্রির চেষ্টা এখনই বন্ধ করতে হবে।


No comments