ফরিদপুরে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম মণপ্রতি এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে
ফরিদপুরে মাত্র দশ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি এক হাজার টাকা বেড়েছে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকায়।
চাষি ও ব্যবসায়ীদের মতে, চলতি সময়ে জেলার অধিকাংশ কৃষক পাট জাগ দেওয়ার কাজে ব্যস্ত থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহেদুজ্জামান জানান, পেঁয়াজ উৎপাদনে ফরিদপুর দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। এ বছর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে ৬ লাখ ৭৭ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। তিনি বলেন, “মাত্র দশ দিন আগে প্রতি মণ পেঁয়াজ পাইকারি বাজারে ছিল ১৫০০ টাকা, এখন তা ২৫০০ থেকে ২৬০০ টাকায় উঠেছে। খুচরা বাজারে প্রতি কেজির দাম ৭০ থেকে ৭৫ টাকা।”
মৌসুমে কৃষকরা প্রতি মণ পেঁয়াজের জন্য ১০০০ থেকে ১৫০০ টাকা দাম পেলেও তাদের দাবি, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের জন্য দর হওয়া উচিত ছিল ২০০০ থেকে ২২০০ টাকা।
কানাইপুরের পাইকারি ব্যবসায়ী তপন কুমার বলেন, “বর্তমানে কোনো বিদেশি পেঁয়াজ আমদানি নেই। আবার দেশীয় পেঁয়াজের সরবরাহও কম। ফলে বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।”
বোয়ালমারীর ব্যবসায়ী মনিরুজ্জামান জানান, “জেলার কৃষকরা এখন পাট জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত। তাই পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের সরবরাহ কমছে।” সালথার ব্যবসায়ী সাইফুর রহমান বলেন, “মৌসুমে কৃষকরা ন্যায্য দাম পাননি। এখন যাদের কাছে কিছু পেঁয়াজ আছে, তারা মূলত আড়তদার। দাম বাড়ায় লাভ করছে তারাই।”
ফরিদপুরের কানাইপুর, সালথা, বোয়ালমারী ও নগরকান্দা বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজিতে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা।
চকবাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহিণী সাইদা আক্তার বলেন, “হঠাৎ করে দামের এত পার্থক্য কেন হলো? প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।”
চাকরিজীবী রহমতউল্লাহ বলেন, “আমাদের মতো সীমিত আয়ের মানুষের পক্ষে এই দামে পেঁয়াজ কেনা খুব কষ্টকর।”
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, “জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং চলছে। কেউ যদি পেঁয়াজ মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpg)

No comments