Header Ads

২৫ দেশ যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল

                                       

২৫ দেশ যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল



বিশ্বের অন্তত ২৫টি দেশ যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের ডাক খাতের তত্ত্বাবধায়ক সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)।

কারণ হিসেবে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ডাকযোগে পাঠানো পণ্যের ক্ষেত্রে শুল্ক অব্যাহতির নিয়ম বাতিল করেছে। এর ফলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক ইউপিইউ ১৯২টি সদস্য রাষ্ট্রের ডাক বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক চিঠিতে সংস্থাটি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তবে কোন কোন দেশ যুক্তরাষ্ট্রে ডাকসেবা স্থগিত করেছে, তা প্রকাশ করেনি ইউপিইউ। যদিও অস্ট্রেলিয়া, নরওয়ে ও সুইজারল্যান্ড ইতোমধ্যে প্রকাশ্যে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, "২৫টি সদস্য দেশের ডাক অপারেটররা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ডাকসেবা স্থগিত করার বিষয়টি ইউপিইউকে জানিয়েছে। ট্রানজিট সেবায় অনিশ্চয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এর আগে গত মে মাসে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, ২৯ আগস্ট থেকে আন্তর্জাতিক চালানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ‘ডি মিনিমিস’ শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হবে। এ নিয়মে এতদিন ৮০০ ডলারের নিচের পণ্য সহজ প্রক্রিয়ায় ও শুল্ক ছাড়া পাঠানো যেত।

সংস্থার সর্বশেষ ঘোষণায় শুল্কমুক্তির নিয়ম কার্যকর হওয়ার কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রে ডাকসেবা স্থগিতকারী দেশগুলোর সংখ্যা প্রকাশ করা হলো।

No comments

Powered by Blogger.