Header Ads

রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ

                                  

রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ




ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ বলে অভিহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

উমামা বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।

তিনি আরও বলেন, গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে, যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি।

উমামা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ (শুক্রবার) রাতের মধ্যে যদি কমিটি স্থগিত না করা হয়, তাহলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

No comments

Powered by Blogger.