নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের জন্য ২,৯৫৬ কোটি টাকার বরাদ্দ
নির্বাচনকে সামনে রেখে ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২ হাজার কোটি টাকা বেশি।
বাজেট দলিল থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যত টাকা প্রয়োজন হবে, তা দেওয়া হবে। অর্থের কোনো সমস্যা নেই। আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায়।
এর আগে চলতি অর্থবছরের বাজেট ঘোষিত হয় গত জুন মাসে। ওই বাজেটে নির্বাচন কমিশনের জন্য ২ হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় ২ হাজার কোটি টাকা বেশি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দের মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা রাখা হয়েছে পরিচালন ব্যয়ের জন্য এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য। অর্থাৎ, নির্বাচনের কাজে খরচ হতে পারে প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি, যা ছিল ২০২৩–২৪ অর্থবছরে। ওই নির্বাচনের জন্য কমিশনকে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ছিল ৩ হাজার ৯৮১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২০৯ কোটি টাকা। সেই হিসাবে, সর্বশেষ জাতীয় নির্বাচনে পরিচালন ব্যয় ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা।


No comments