Header Ads

ভারত কি চায় বাংলাদেশে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক?

                              

ভারত কি চায় বাংলাদেশে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক?



বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সকলের জন্য উন্মুক্ত জাতীয় নির্বাচন চায় ভারত। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ মন্তব্য করেন।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, "বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই, যা অন্তর্ভুক্তিমূলক এবং যেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়।"

ব্রিফিংয়ে গোপালগঞ্জে সংঘর্ষ ও গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আমরা আমাদের অঞ্চলের সব ঘটনার ওপর গভীরভাবে নজর রাখি এবং কী ঘটছে তা বিবেচনায় নিই। সেই অনুযায়ী প্রয়োজনে আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করি।"

ব্রিফিংয়ের আরেক প্রশ্নে উঠে আসে, ময়মনসিংহ শহরে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকার তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে কি না। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, "হ্যাঁ, আমরা এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখেছি।"

এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে এক বছর পূর্ণ করতে যাচ্ছে—এই প্রেক্ষাপটে ভারত কীভাবে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোয় সহযোগিতা মূল্যায়ন করছে, জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক অংশীদারত্বে বিশ্বাস করি।"

তিনি আরও জানান, "উভয় দেশের নেতৃত্ব পর্যায়ে আলোচনা হয়েছে। গত ডিসেম্বরে আমাদের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। উন্নয়ন সহযোগিতাসহ বহু ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। সুতরাং এই প্রেক্ষাপট থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান বোঝা উচিত।"

এ ছাড়া, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা ইস্যু বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "জরুরি চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনে বাংলাদেশিদের উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা প্রদান করা হচ্ছে।

No comments

Powered by Blogger.