Header Ads

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশিত

                           

সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশিত




 সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ৩ জুলাই সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর এই অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

তবে এই সংশোধনীতে সরকারি চাকরি সংক্রান্ত কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে— সে বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এর আগে ২২ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়। এরপর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মতামত (ভেটিং) গ্রহণের পর সংশোধনীটি চূড়ান্ত করা হয়।

No comments

Powered by Blogger.