নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুন
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারি ও নানা পণ্যের দোকান পুড়ে যায়।
আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, “আমাদের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ জানান, “হকার্স মার্কেটে মোট ৬৪২টি টিনশেড দোকান রয়েছে। এর মধ্যে ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
No comments