Header Ads

ফেনীতে এনসিপি নেতাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা ছাত্রদলের

                                   

ফেনীতে এনসিপি নেতাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা ছাত্রদলের



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২১ জুলাই) ফেনীতে দুটি পথসভার আয়োজন করেছে দলটি। একটিটি অনুষ্ঠিত হবে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, আরেকটি মহিপালে।

তবে এনসিপির পক্ষ থেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা ক্ষমা না চাইলে ফেনীতে তাদের প্রবেশ ঠেকানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নুর। রোববার (২০ জুলাই) আওয়ামী লীগ ঘোষিত হরতালের প্রতিবাদে সোনাগাজী জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সোহাগ নুর বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমার থেকেও বয়সে ছোট। কিন্তু আমাদের প্রাণের স্পন্দন, গুম হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারে তার করা মন্তব্য ছিল অত্যন্ত ঘৃণ্য। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। এই বক্তব্যের জন্য যদি এনসিপি প্রকাশ্যে ক্ষমা না চায়, তবে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “এ দেশ জাতীয়তাবাদীদের দেশ—এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দেশ। এ দেশে থাকতে হলে তাঁদের সম্মান দিতে হবে। আমরা শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা চাই না। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাত্রদল রুখে দাঁড়াবে।”

এ সময় তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, “শান্তিপূর্ণ সোনাগাজীতে হরতালের নামে কোনো অপতৎপরতা চালালে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।”

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, “ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের নজরে এসেছে। এটি আমাদের সংগঠনের বা দলের আনুষ্ঠানিক বক্তব্য নয়। তবে সাম্প্রতিক সময়ে এনসিপির নেতারা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে যেসব কটূক্তি করেছেন, তা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে আওয়ামী লীগের সময়ে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নতুন গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, জমি দখল করছে, চাঁদাবাজি করছে। নাম বললাম না, আবার শোনা যায় সে নাকি সংস্কার বোঝে না।

No comments

Powered by Blogger.