Header Ads

সাত মাসে বাংলাদেশে ৪০ কোটি ডলার বিনিয়োগ করল চীন, কেন?

 

  

সাত মাসে বাংলাদেশে ৪০ কোটি ডলার বিনিয়োগ করল চীন, কেন?



অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বাংলাদেশে চীনের সরাসরি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০ কোটি ডলারে।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৯ জুলাই) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে “চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা” শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এই সেমিনার আয়োজন করে বাংলাদেশে চীনা উদ্যোক্তাদের সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (CEAB)। সেমিনারে বাংলাদেশের বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিইইএবি প্রেসিডেন্ট হান কুন।

প্রতিবেদনটিতে বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও মহাসড়ক, বন্দর, টেক্সটাইল, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে চীন-বাংলাদেশ সহযোগিতার বিষয়টি উঠে আসে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও চীনা প্রতিষ্ঠানগুলো এখানে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতে তারা আরও দৃঢ়ভাবে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, চীনে বিডার একটি অফিস খোলার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঢাকায় একটি 'চায়না টাউন' প্রতিষ্ঠার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, চীন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু এবং বাণিজ্যিক অংশীদার। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও সহযোগিতার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মোকছেদ আলী এবং ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুস সালাম বেপারী। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.