Header Ads

কান্নাভেজা ম্যাচে আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলিয়ান বিস্ময় ফ্লুমিনেন্স

     

কান্নাভেজা ম্যাচে আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলিয়ান বিস্ময় ফ্লুমিনেন্স



ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল আল হিলাল। তবে শেষ চারের লড়াইয়ে সেই জয়ের ধারা ধরে রাখতে পারল না সৌদি আরবের এই ক্লাবটি। শুক্রবার রাতে ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় তারা। একই সঙ্গে প্রথম দল হিসেবে এবারের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্লুমিনেন্স।

ম্যাচ শুরুর আগে এক আবেগঘন মুহূর্তে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর কান্না উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

মাঠের খেলায় যদিও বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আল হিলালই। তারা ৫৮ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ফ্লুমিনেন্স মাত্র ৪২ শতাংশ বলের দখলে রেখে ১০টি শট নেয়, যার ৩টি ছিল লক্ষ্যে। কিন্তু গোল করার ক্ষেত্রে কার্যকর ছিল ফ্লুমিনেন্সই।

দুই দলই ম্যাচের শুরুতে রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে থাকে এবং সুযোগের অপেক্ষায় ছিল। যদিও আল হিলাল আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও প্রথম গোলটি পায় ফ্লুমিনেন্স। ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লি বক্সের মধ্যে বল পেয়ে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন। এই গোল নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর মাঠে ফিরেই আক্রমণ বাড়ায় আল হিলাল। এর সুফল আসে ৫২ মিনিটে। মার্কোস লিওনার্দো গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা হারকিউলিস ফ্লুমিনেন্সের হয়ে দ্বিতীয় গোল করে আবারও এগিয়ে দেন দলকে। এরপর অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি আল হিলাল।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে ফ্লুমিনেন্স।

ম্যাচ শেষে ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেন, “আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি, তবে যে কয়টি পেয়েছি, সেগুলো কাজে লাগিয়েছি। আমাদের দল কঠোর পরিশ্রম করেছে এবং জয়ের জন্য আত্মবিশ্বাসী ছিল। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে থাকা আমাদের ভক্তরা গর্ব করতে পারে—তারা এই দলের জার্সি গায়ে দিতে পারে গর্ব নিয়ে।”

No comments

Powered by Blogger.