১৫ বছরে ৮০০ মামলা, এখনও হাজিরা দিচ্ছেন?
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিতে শুরু করেছে। তিনি জানান, গত ১৫ বছরে তিনি নিজে প্রায় ৮০০ মামলায় হাজিরা দিয়েছেন এবং এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে।
রোববার (২০ জুলাই) পটুয়াখালীর মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলার হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশে হিন্দু-মুসলমানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই বিদ্যমান। এখানে কখনো সাম্প্রদায়িক বিরোধ হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।”
তিনি আরও বলেন, “সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটি ঘটনায় যে হিন্দু ছেলেটি আমার বিরুদ্ধে মামলা করেছে, আমি তাকে দোষ দিচ্ছি না। তাকে ভয়ভীতি ও অর্থের প্রলোভনে এই মামলায় যুক্ত করা হয়েছে।”
দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলতাফ হোসেন বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আমি কখনো দলের মধ্যে গ্রুপিং বা বিভক্তি দেখিনি। যদি কিছু দ্বন্দ্ব থেকে থাকে, সেগুলো বাইরের অপশক্তির ইন্ধনে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টরা এসব ঘটনার পেছনে রয়েছে। তবে এখন বিএনপির নেতারা বিষয়গুলো বুঝে ফেলেছেন, যা দলের জন্য, জনগণের জন্য এবং দেশের জন্য ইতিবাচক।”
আদালতে হাজিরা দেওয়ার আগে তিনি উপজেলা যুবদলের সদস্যসচিব মো. গাজী আতাউর রহমানের মায়ের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। একই সঙ্গে উপজেলা বিএনপির প্রবীণ নেতা প্রয়াত শ্রী অমল কৃষ্ণ দাসের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।


No comments