Header Ads

দেশে খুন বাড়ছে? পরিসংখ্যান কী বলছে?

 
                           

দেশে খুন বাড়ছে? পরিসংখ্যান কী বলছে?



চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে খুনের মামলা বেড়েছে। জানুয়ারিতে খুনের মামলা ছিল ২৯৪টি, জুনে তা বেড়ে হয়েছে ৩৪৪টি। তবে ডাকাতি, দস্যুতা, ধর্ষণ ও পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনাগুলোর মামলা কখনো বেড়েছে, আবার কখনো কমেছে।

এই তথ্য দিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে ২০২০ সাল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অপরাধ পরিসংখ্যান প্রকাশ করে।

প্রেস উইং বলেছে, গণমাধ্যমে চলতি বছরে অপরাধ বেড়েছে বলে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে, পরিসংখ্যান তা পুরোপুরি সমর্থন করে না। বরং বড় অপরাধগুলোর সংখ্যা প্রায় একই রয়েছে।

খুনের প্রবণতা ঊর্ধ্বমুখী

প্রেস উইংয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে খুনের মামলার সংখ্যা প্রতি মাসেই বেড়েছে:

  • জানুয়ারি: ২৯৪টি

  • ফেব্রুয়ারি: ৩০০টি

  • মার্চ: ৩১৬টি

  • এপ্রিল: ৩৩৮টি

  • মে: ৩৪১টি

  • জুন: ৩৪৪টি

২০২০ থেকে ২০২৩ সালের চার বছরে গড়ে প্রতি ছয় মাসে খুনের মামলা হয়েছিল ১,৬১৩টি। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুনের মামলা হয়েছে ১,৯৩৩টি—যা স্পষ্টভাবে বেশি।

২০২৪ সালে ছাত্র ও সাধারণ জনতার ওপর গুলি চালানোসহ বিভিন্ন ঘটনায় খুনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪,১১৪টি।

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড

গত বুধবার পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এই ভিডিও ছড়িয়ে পড়লে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

অন্যান্য অপরাধের চিত্র

ডাকাতি:
চলতি বছরের জানুয়ারিতে ডাকাতির মামলা ছিল ৭১টি, যা জুনে কমে দাঁড়ায় ৪৯টিতে। তবে ছয় মাসে মোট মামলা ৩৬৭টি।
সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ছয় মাসেই এই সংখ্যা অনেক বেশি।

দস্যুতা:
জানুয়ারিতে দস্যুতার মামলা ছিল ১৭১টি, জুনে কমে দাঁড়ায় ১৫১টিতে। ছয় মাসে মোট মামলা হয়েছে ৯৭২টি, যা ২০২০ ও ২০২১ সালের পুরো বছরের চেয়েও বেশি।

ধর্ষণ:
জানুয়ারিতে ধর্ষণের মামলা ৩৯২টি ছিল, জুনে তা বেড়ে হয় ৪৯২টি। ছয় মাসে মোট ধর্ষণের মামলা হয়েছে ২,৭৫৮টি।
যদিও বছরভিত্তিক ধর্ষণের মামলা কিছুটা কমছে (২০২৪ সালে ৪,৩৯৪টি), তবে চলতি বছর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।

নারী নির্যাতন:
জানুয়ারি থেকে জুন পর্যন্ত নারী নির্যাতনের মামলা হয়েছে ৬,১৪৪টি। এটি গত বছরের চেয়ে বেশি।
২০২০ সালে সর্বোচ্চ ছিল ১৩,৪৩১টি মামলা, আর ২০২৩ সালে সবচেয়ে কম, ১০,১৯৮টি।

অপহরণ:
এই বছরের প্রথম ছয় মাসেই ৫১৭টি অপহরণের মামলা হয়েছে। ২০২০ থেকে ২০২৩ সালের যেকোনো পুরো বছরের তুলনায় সংখ্যাটি বেশি।
২০২৪ সালে অপহরণের মামলা ছিল ৬৪২টি।

অন্যান্য অপরাধ:
অ্যাসিড নিক্ষেপ, দাঙ্গা, শিশু নির্যাতন, মাদক, চোরাচালান, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনের মামলাগুলোতে ওঠানামা দেখা গেছে।

পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা

২০২৫ সালের প্রথম ছয় মাসে পুলিশ আক্রান্ত হওয়ার ৩২৯টি মামলা হয়েছে। ছয় মাসেই এই সংখ্যা ২০২০ থেকে ২০২৪ সালের বার্ষিক গড়ের কাছাকাছি।

বিশেষজ্ঞদের মত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়। পুলিশের মামলা না নেওয়ার প্রবণতা থাকলে অনেক অপরাধ হিসেবেই আসে না।

তিনি আরও বলেন, খুন, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা সামনে আসছে বলেই জনগণের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ বাস্তবতা সরকারকে স্বীকার করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

No comments

Powered by Blogger.