বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে কি না—জবাব দিল ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণে’ (substantial numbers) ভিসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা ভিসা দিচ্ছি। বিভিন্ন কারণে ভিসা দেওয়া হচ্ছে এবং উল্লেখযোগ্য সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে।”
ভিসা দেওয়ার কারণগুলোর মধ্যে ভ্রমণ, চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজন এবং শিক্ষার্থীদের ভিসা রয়েছে বলেও জানান তিনি।
তবে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের কত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি মুখপাত্র জয়সওয়াল। তিনি বলেন, “এটা আমাকে জেনে বলতে হবে।”
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক উত্তেজনাকর হয়ে ওঠে। ওই সময় থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
No comments