Header Ads

কাতার থেকে প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে ৫৫৬ কোটি টাকায়

                        

কাতার থেকে প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে ৫৫৬ কোটি টাকায়




 জ্বালানির চাহিদা মেটাতে আগস্ট মাসে কাতার থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে সরকার, যার ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হবে। ৩৩তম এই কার্গোটি আগামী ৪-৫ আগস্টের মধ্যে সরবরাহ করা হবে।

এদিকে পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান জানানো হয়। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে এবং কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়।

No comments

Powered by Blogger.