ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের প্রেক্ষাপটে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক নওশাদ আলী আদালতে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি হামিদুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো থেকে টাকা উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে গোপনসূত্রে তথ্য পাওয়া গেছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি।
তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, অবরুদ্ধ করা ব্যাংক হিসাবগুলো আসলে ডিজিএফআইয়ের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। এগুলো প্রতিষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠান প্রধানের নামে খোলা হয়েছিল। এই প্রশাসনিক ত্রুটির কারণে অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত হিসাব হিসেবে বিবেচিত হয়ে অবরুদ্ধ হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ এপ্রিল ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
No comments