Header Ads

লাইভে স্ত্রীকে রেখে প্রবাসীর আত্মহত্যা

                                                 

লাইভে স্ত্রীকে রেখে প্রবাসীর আত্মহত্যা



স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন রুমন নামে এক প্রবাসী। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের সালালাহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রুমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে রুমনের বিয়ে হয় তার খালাত বোন পান্না আক্তারের সঙ্গে। বিয়ের চার মাস পর তিনি ওমানে পাড়ি জমান। দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

শনিবার স্ত্রী পান্নার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় একটি ভিডিও নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুমন স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রুমনের স্ত্রী পান্না আক্তার জানান, লাইভে আত্মহত্যার দৃশ্য দেখে তিনি দ্রুত ভিডিও কলটি কেটে দিয়ে একই ফ্যাক্টরিতে কাজ করা তার মামাতো বোনের স্বামী ওবায়দুল হককে বিষয়টি জানান। পরে ওবায়দুল গিয়ে রুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রুমনের মা বলেন, “আমি খুশি হয়ে বোনের মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দেই। কিন্তু বিয়ের পর থেকে তারা আলাদা থাকত, আমার খোঁজখবরও নিত না। পরে লোকমারফত জানতে পারি, আমার ছেলের স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে। যদি এ কারণেই আমার ছেলে আত্মহত্যা করে থাকে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের ভাই আবদুল মমিন বলেন, “বিয়ের পর ভাই শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পরে প্রবাসে যাওয়ার পর ভাবি স্থানীয়ভাবে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তবে প্রতিপক্ষের প্রভাবের কারণে আমরা কিছু বলতে পারিনি।”

ওবায়দুল হক জানান, পান্নার ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং একটি টিনশেড ঘরে রুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে দেশে জানান।

No comments

Powered by Blogger.