Header Ads

যে দলগুলোর জামানত থাকবে না, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত

                              

যে দলগুলোর জামানত থাকবে না, তারাই এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত





বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “যেসব দলের জামানত থাকবে না, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত ফ্যাসিবাদের দোসরদের আবার রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নরসিংদী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ‘জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত ‘মার্চ ফর জাস্টিস’ দিবসে আইনজীবীদের পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়েছিলাম, তাতে এখন ফাটল ধরানো হচ্ছে, বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বিএনপিকে উদ্দেশ্য করে অপ্রয়োজনীয় বিষোদ্গার ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। অথচ আমরা কারও প্রতিপক্ষ নই। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি আইনের শাসন, ন্যায়বিচার, মানবতা এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু এখন সেই মতপ্রকাশের স্বাধীনতাই দুরাশা হয়ে গেছে।”

খোকন আরও বলেন, “বর্তমানে বিচার বিভাগে ৬০ শতাংশ পদে ফ্যাসিবাদের দোসররা নিযুক্ত রয়েছেন। প্রশাসনের বিভিন্ন স্তরেও তারা সক্রিয়ভাবে ঘাপটি মেরে আছে। যারা ভয়ংকর মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের সঙ্গে কোনো আপস নয়। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এক বছর হতে চলেছে—কী বললেন, কী করলেন, জনগণ তা জানতে চায়।”

তিনি দাবি করেন, “বিএনপির সহযোগিতা ছাড়া এই সরকার দেশ চালাতে পারত না। বিএনপি সবসময় সহযোগিতা করে আসছে। ঐকমত্যের আলোচনায় বিএনপি প্রায় ৬৫০টি প্রস্তাবে সম্মতি জানিয়েছে।”

পদযাত্রাটি নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শেষ হয় নরসিংদী আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া, অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.