Header Ads

বাংলাদেশ নিরাপদ থাকবে তারেক রহমানের নেতৃত্বেই

                                 

বাংলাদেশ নিরাপদ থাকবে তারেক রহমানের নেতৃত্বেই




বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এখন সময় এসেছে একটি নতুন রূপান্তরের। আর এই রূপান্তর সম্ভব একমাত্র বিএনপির নেতৃত্বে। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ তারেক রহমানের হাতেই। তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালায়, তারা দেশের শত্রু।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জালাল উদ্দিন বলেন, গত ১৭ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েও আওয়ামী লীগ বিএনপিকে ভাঙতে পারেনি, কারণ বিএনপির রয়েছে আদর্শিক ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী। তিনি বলেন, দলীয় মনোনয়ন পেতে রক্তপাত বা সন্ত্রাসের দরকার নেই—বিএনপিতে নেতৃত্ব আসে দলীয় আনুগত্য ও জনসেবার মধ্য দিয়ে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা অপকর্মে জড়িত নয়।

তিনি আরও বলেন, মুখোশধারী দিয়ে বিএনপি চলতে পারে না। যারা চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসে জড়িত, তাদের এই দলে জায়গা নেই।

সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল সিকদার (যৌথ সঞ্চালক), কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি বশির আহাম্মদ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

No comments

Powered by Blogger.