Header Ads

ভুল সিদ্ধান্তের ফলে যেন ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়

                                     
                              

ভুল সিদ্ধান্তের ফলে যেন ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন কোনো ভুল সিদ্ধান্তের কারণে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। তিনি বলেন, “জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্ত যেন চরমপন্থা বা ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ না দেয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক স্মরণসভায় তিনি ভার্চুয়ালি এ কথা বলেন। ওই সভাটি আয়োজিত হয় গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণে।

তারেক রহমান বলেন, “কারও রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া উচিত জনগণের রায়। যদি জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত না হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন আদৌ সম্ভব কি না—সে প্রশ্ন ওঠে। সম্প্রতি যেসব নৃশংস ঘটনা ঘটেছে, সেগুলো অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে সংশয় তৈরি করেছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধারা যেমন জনগণের কাছে স্মরণীয়, তেমনি ২০২৪ সালের শহীদরাও জাতির স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন। গত বছর কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত হলেও ১৬ জুলাইয়ের পর তা আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তখন একটি ব্যাপক বিশ্বাস গড়ে উঠেছিল—এই মাফিয়া সরকারের পতন সময়ের ব্যাপারমাত্র। সেই বিশ্বাস থেকেই গণতান্ত্রিক দলগুলো সম্মিলিতভাবে আন্দোলনের পরিকল্পনা করেছিল। আন্দোলন যেন কোনো একক দলের বলে মনে না হয়, তা নিশ্চিত করা হয়েছিল।”

২০১৪ সালে কোটা ব্যবস্থার সমালোচনাও করেন তারেক রহমান। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের বীর শহীদরা জাতির গৌরব। তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই আমরা তাদের প্রতি সম্মান জানাতে পারি। আর সেই রাষ্ট্র বিনির্মাণের প্রথম শর্ত হলো—জনগণের সরকার প্রতিষ্ঠা, যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন পরিবেশ থাকবে।

No comments

Powered by Blogger.