Header Ads

জুলাই সনদ কারও বাপের সম্পত্তি নয়

        

জুলাই সনদ কারও বাপের সম্পত্তি নয়



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ৩১ ডিসেম্বর আমরা একটি ‘জুলাই চার্টার’ বা সনদ পাওয়ার সম্ভাবনা দেখেছিলাম, কিন্তু সেটি ভেস্তে যায়। এরপর সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে ‘প্রাগ-তরুণ ইন্টেলেকচুয়ালদের পাঠশালা’ আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র, শিক্ষার্থীদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

উমামা স্পষ্টভাবে বলেন, ৫ আগস্টের পর যে ঐক্য তৈরি হয়, সেই ঐক্যের সঙ্গে আমরা যে স্বপ্ন দেখেছিলাম—একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার—তা মিলেই না। আমি স্পষ্ট করে বলতে চাই, ‘জুলাই’ বা ‘জুলাই ঘোষণাপত্র’ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

তিনি আরও বলেন, জুলাইয়ের সঙ্গে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা রয়েছে। তাই এটি কোনো একক রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে দেওয়া যাবে না। এখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

উমামা ফাতেমা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো দলের একক মালিকানা নয়—এটি জনগণের আন্দোলন। তাই এই ঘোষণাপত্র কেবল রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে নয়, জনগণের রায় ও সর্বজনীন পরামর্শের ভিত্তিতে তৈরি করতে হবে।

No comments

Powered by Blogger.