ফেব্রুয়ারির পর ভোট পেছালে সরকারকে এক ঘণ্টাও রাখা হবে না: ইশরাক হোসেন
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর যদি নির্বাচন পেছানো হয়, তবে সরকারকে এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, “একটা প্রতিজ্ঞা করতে চাই আপনাদের সামনে। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর মাসে নির্বাচনের কথা বলেছিলেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারিতে রাজি হয়েছেন। তিনি রাজি, আমরাও রাজি। কিন্তু ফেব্রুয়ারির পর নির্বাচন পেছানো হলে এই সরকারকে এক ঘণ্টাও রাখা হবে না।
তিনি আরও বলেন, “বাংলাদেশে এমন কোনো আসন নেই যেখানে এনসিপির প্রার্থী জিততে পারবে। তাই তারা এখন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
এর আগে ১০ জুলাই ডেমরা থানা বিএনপির উদ্যোগে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে ইশরাক এনসিপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “এনসিপি মনে করে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে আছে। তারা দাবি করেছে, বিএনপি যা ১৭ বছরে করতে পারেনি, তারা ৮ মিনিটে করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না, তা দেখা যাক।


No comments